• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

পিআর চালু হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে: সালাহউদ্দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:০০ পিএম
পিআর চালু হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) ভোট ব্যবস্থা চালু হলে তা শুরুতেই দেশের রাজনৈতিক পরিস্থিতিকে স্থায়ীভাবে অস্থিতিশীল করে তুলতে পারে এবং একদিকে আবার “শেখ হাসিনার মতো” কিংবা অন্য একরকম দুর্বল ও ফ্যাসিস্ট শাসনও গড়ে উঠতে পারে—এটাই তার আশঙ্কা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনায় এসব কথা জানান বিএনপি নেতা।

তিনি বলেন, পিআর তাদের জন্য লাভজনক যারা জনবহুল সমর্থন পায় না—কারণ পিআর দ্রুত বেশি সংখ্যক আসন দেবে। তিনি জানান, পিআরের গোপন উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হল দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করে মেজরিটি পার্টির সরাসরি ক্ষমতায় আসা আটকানো।

সালাহউদ্দিন আরও বলেন, “ভোটের পদ্ধতি সম্পর্কে আমাদের সংবিধান স্পষ্ট — প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা হবে।” তিনি যুক্ত করেন, যে কোনো রাজনৈতিক দল যদি সংবিধানবহির্ভূত, অরাজনৈতিক বা অবৈধ দাবি তুলে জাতিকে বিপদে ফেলতে চায়, তাকে এভাবে মেনে নেওয়া যাবে না। তার দাবি, বর্তমান সরকার সাংবিধানিকভাবে কার্যরত এবং দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আইনী পথে সরকার চলবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!