• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

সাইবার হামলায় ইউরোপে শত শত ফ্লাইট বাতিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:৪১ পিএম
সাইবার হামলায় ইউরোপে শত শত ফ্লাইট বাতিল
ছবি : সংগৃহীত

ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইনসে শিডিউল বিপর্যয় হয়েছে। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, কলিন্স অ্যারোস্পেসের সরবরাহ করা সফটওয়্যারে সমস্যার কারণে কিছু এয়ারলাইনসের কাজে বিঘ্ন ঘটছে। এ কারণে বেশির ভাগ ফ্লাইটে দেরির আশঙ্কার কথা জানিয়েছে হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ।

পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হবে। ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে সাইবার হামলার কারণে যাত্রীদের হাতে-কলমে চেক-ইন ও বোর্ডিং করাতে হয়েছে। একই কারণে বার্লিনের ব্রান্ডেনবুর্গ বিমানবন্দরেও যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না এবং ত্রুটি সারাতে সময় লাগবে।

প্রসঙ্গত বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইনস) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলে এয়ারলাইন্সগুলোও তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছে।

ইউরোপের সব বড় বিমানবন্দর অবশ্য এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি। ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!