• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

‘কতটা ইন্সেনসিটিভ মর্কট হলে কেউ এই ছবি শেয়ার করতে পারে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:২৭ পিএম
‘কতটা ইন্সেনসিটিভ মর্কট হলে কেউ এই ছবি শেয়ার করতে পারে’

বছরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’ অবশেষে চলতি বছরেই মুক্তি পাচ্ছে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব-এর এই সিনেমার ঘোষণা হয়েছিল প্রায় দুই বছর আগে। সেই সময় ফার্স্ট লুক পোস্টারও এসেছিল, কিন্তু হঠাৎ করেই শুটিং বন্ধ হয়ে যায়। অবশেষে আবারো জোরকদমে প্রচারণায় নেমেছে দেব ও তার টিম।

সম্প্রতি ‘বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল’-এ দেব সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মাঝে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা এক ছবিকে ঘিরে ট্রোলিংয়ের শিকার হতে হলো তাকে।

ছবিতে দেখা যায়, বুকসমান পানিতে দাঁড়িয়ে চোখ বন্ধ করে হাত জোড় করে ‘রঘু ডাকাত’-এর চরিত্রে দেব। তবে সমস্যা হলো, ছবিটি পোস্ট করার আগের রাতেই টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে কলকাতা ও আশেপাশের এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। আর এমন পরিস্থিতিতে পানিতে দাঁড়িয়ে থাকা সেই সিনেমার ছবি দেখে অনেকেই কটাক্ষ করেন।

কেউ লেখেন, ‘ঘাটালের জলে ভেসে উঠল কুমির।’ আরেকজন মন্তব্য করেন, ‘ঠিক সময়ে পোস্ট, একদম পরিস্থিতির সঙ্গে মিলে গেছে।’

কেউ মজা করে লেখেন, ‘কলকাতা তো এখন ভেনিস, রঘু ডাকাতও সেখানে গা ভিজিয়ে নিল।’

আর এক নেটিজেন লেখেন, ‘রঘু ডাকাত কলকাতার বর্তমান পরিস্থিতিতে একটু স্নান করে নিচ্ছে।’ আর নেটিজেন বেশ বিরক্ত হয়ে লেখেন, ‘কতটা ইন্সেনসিটিভ মর্কট হলে কেউ এই ছবি শেয়ার করতে পারে।’  তবে অনেকেই এটিকে ‘সংবেদনশীলতার অভাব’ বলে সমালোচনা করেছেন।

প্রচার অভিযানে ব্যস্ত দেব অবশ্য এ সব কটাক্ষকে পাত্তা না দিয়ে সিনেমার মুক্তির প্রস্তুতিতে মনোযোগী। ভক্তরা অপেক্ষা করছেন, দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ‘রঘু ডাকাত’ কেমন জমে ওঠে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!