• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

এসির বিস্ফোরণ কেন হচ্ছে, যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৪১ পিএম
এসির বিস্ফোরণ কেন হচ্ছে, যা করবেন
ছবি : সংগৃহীত

গরমের সময় এসি বেশ দরকারি একটি যন্ত্র। একসময় এটি বিলাসিতার প্রতীক মনে হলেও এখন প্রয়োজনীয় হিসেবেই ধরা হয়। তবে সঠিক যত্ন না নিলে এসি কখনো কখনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। সম্প্রতি দেশে এসি বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচেতন ব্যবহারই সবচেয়ে বড় সুরক্ষা।

কেন এসি বিস্ফোরণ

এসির বিস্ফোরণের পেছনে বেশ কিছু কারণ থাকে। দীর্ঘ সময় ধরে বা অবিরাম এসি চালানো অন্যতম। গরম থেকে মুক্তি পেতে অনেকেই রাতভর এসি চালিয়ে রাখেন। এমন অবিরাম ব্যবহারে কম্প্রেসরে অতিরিক্ত চাপ পড়ে, যা অতিরিক্ত উত্তাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় গরম থাকা কম্প্রেসরই আগুন লাগার ও বিস্ফোরণের মূল ঝুঁকি তৈরি করে।

আরেকটি বড় কারণ হলো বৈদ্যুতিক ত্রুটি। কখনো কখনো শর্টসার্কিট বা ভুল কেবল সংযোগ লক্ষ্য করা যায় না। রাতের অন্ধকারে ছোট একটি স্পার্কও বিস্ফোরণ বা আগুনের মতো বিপদে পরিণত হতে পারে। এছাড়া রেফ্রিজারেন্ট লিক, পাইপ ব্লকেজ বা সঠিক ভ্যাকুয়াম না থাকা এসির ভিতরে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। যা কম্প্রেসরকে বিপজ্জনক অবস্থায় নিয়ে যেতে পারে।

যা করবেন

এসির বিস্ফোরণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ অপরিহার্য। প্রতিমাসে ফিল্টার পরিষ্কার করতে হবে। বছরে অন্তত দুবার পুরো যন্ত্রটির সার্ভিসিং করানো উচিত। বাইরের ইউনিট পরিষ্কার রাখতে হবে। যাতে বাতাস চলাচলে বাধা না পড়ে।

সঠিক বৈদ্যুতিক সংযোগ রাখা জরুরি। কম মানের কেবল বা সার্কিট ব্রেকার ব্যবহার করলে ঝুঁকি বেড়ে যায়। ভবনের আর্থিং নিশ্চিত করতে হবে। এসির কাছাকাছি দাহ্য পদার্থ বা রাসায়নিক রাখা থেকে বিরত থাকতে হবে।

ব্যবহারকালে কিছু নিয়ম মানা প্রয়োজন। দীর্ঘ সময় একটানা এসি চালানো উচিত নয়। টাইমার মোড ব্যবহার করে কম্প্রেসরকে বিরতি দিন।

এসি থেকে অস্বাভাবিক শব্দ বা গন্ধ পেলে সঙ্গে সঙ্গে বন্ধ করে পেশাদার টেকনিশিয়ান দিয়ে পরীক্ষা করান। স্প্লিট এসির ক্ষেত্রে বাইরের ইউনিটও নিয়মিত পরিষ্কার করা গুরুত্বপূর্ণ।

এসি ব্যবহারের সময় সতর্কতা ও নিয়মিত যত্ন মেনে চললেই আমরা নিজেদের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। মানসম্মত যন্ত্রাংশ, সচেতন ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। এই তিনটি উপাদানই এসি বিস্ফোরণ এড়ানোর মূল চাবিকাঠি।

Link copied!