• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তোমাদের অনেক ভালোবাসি, বাংলাদেশের মানুষগুলো অসাধারণ: হানিয়া আমির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৯:২৮ এএম
তোমাদের অনেক ভালোবাসি, বাংলাদেশের মানুষগুলো অসাধারণ: হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো বাংলাদেশে এসে যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতিটি পদক্ষেপ নিয়েই ছিল আলোচনার ঝড়। অবশেষে বিদায়ের বেলায়ও তিনি ভক্তদের জন্য রেখে গেলেন আবেগঘন বার্তা।

মঙ্গলবার রাত ১১টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক পেজে হানিয়া লিখেন, “আসসালামু আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত ও জনগণকে বিদায় জানানো সত্যিই কঠিন। যারা আমাকে ভালোবেসেছেন, সমর্থন করেছেন—তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।”

হানিয়ার এই বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তদের অনেকে মন্তব্য করেছেন, তাঁকে আবার দ্রুত বাংলাদেশে দেখতে চান।

একটি বহুজাতিক ব্র্যান্ডের আমন্ত্রণে ঢাকায় আসা এই অভিনেত্রী এ সফরে শুধু অনুষ্ঠানেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের উন্মাদনার কেন্দ্রবিন্দু ছিলেন।

পাকিস্তানের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ ও ভারতেও সমান জনপ্রিয় হানিয়া অভিনয়, স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে নিজেকে ভক্তদের কাছাকাছি নিয়ে গেছেন। ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’—এই সব ধারাবাহিক তাঁকে দিয়েছে বিপুল জনপ্রিয়তা।

সম্প্রতি ‘সরদারজি ৩’ সিনেমার মাধ্যমে বলিউডেও আত্মপ্রকাশ করেছেন হানিয়া। রোমান্টিক থেকে কমেডি কিংবা চরিত্রাভিনয়—সব ধারার অভিনয়েই তিনি প্রশংসিত হয়েছেন। শুধু অভিনয় নয়, গায়ক হিসেবেও নিজেকে প্রকাশ করেছেন।

পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় আছেন হানিয়া। বর্তমানে প্রতি পর্বে চার লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি। আর তাঁর সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। মাত্র ২৮ বছর বয়সেই ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩৫ লাখ।

বাংলাদেশ সফরের শেষে হানিয়া যেভাবে ভক্তদের প্রতি ভালোবাসা জানালেন, তাতে স্পষ্ট—ভবিষ্যতে আবারও তাঁকে এদেশে দেখতে চাইবে মানুষ।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!