• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শাকিব খানের ভক্তদের বিভীষিকাময় যন্ত্রণার কথা জানালেন পরিচালক বদিউল আলম খোকন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:০৭ এএম
শাকিব খানের ভক্তদের বিভীষিকাময় যন্ত্রণার কথা জানালেন পরিচালক বদিউল আলম খোকন

ঢালিউডের সাফল্যমণ্ডিত জুটি অভিনেতা শাকিব খান ও পরিচালক বদিউল আলম খোকন। একসঙ্গে তারা উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা—‘প্রিয়া আমার প্রিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রাজাবাবু দ্য পাওয়ার’সহ আরও অনেক হিট ছবি। শুধু পেশাগত নয়, ব্যক্তিগত সম্পর্কেও ঘনিষ্ঠ দুজন। তবে শাকিব খানের জনপ্রিয়তা একসময় বিড়ম্বনায় ফেলেছিল পরিচালক খোকনকে।

সম্প্রতি নতুন ছবি ‘তছনছ’-এর শুটিং সেটে পুরোনো সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। খোকন জানান, ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘মাই নেম ইজ খান’ ছবির একটি দৃশ্যে নায়ক শাকিব খান প্রেমিকা চরিত্রের কাছে নিজের মোবাইল নম্বর দেন। দর্শকরা তখনও জানতেন না যে নম্বরটি আসলে পরিচালকেরই। বিশ্বাসযোগ্যতার জন্য সম্পূর্ণ নম্বরটি ছবিতে ব্যবহার করেছিলেন তিনি।

সিনেমা মুক্তির পর শুরু হয় ফোনকলের বন্যা। খোকনের ভাষায়— “প্রথমে মজার লাগলেও পরে সেটা যন্ত্রণায় রূপ নেয়। কেউ শাকিব ভাইয়ের ঠিকানা চাইছে, কেউ শুধু একবার কথা বলতে চাইছে। এত ফোন আসত যে কাজকর্ম ব্যাহত হতো। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নম্বরটি বন্ধ করে দিই।”

একদিকে এই বিড়ম্বনা, অন্যদিকে তিনি নতুন চমক নিয়েও হাজির হচ্ছেন। সম্প্রতি বিএফডিসিতে শুরু হয়েছে তার নতুন ছবি ‘তছনছ’-এর শুটিং। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তরুণ অভিনেতা মুন্না খান ও জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি।

খোকন বলেন—“মুন্না সিনেমাপাগল ছেলে। নতুন হলেও সিনেমার প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ‘তছনছ’ নামেই আছে অ্যাকশনের আভাস। দর্শক এবার ভিন্ন স্বাদ পাবেন।”

ছবিতে আরও থাকছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, জয়রাজ, বড়দা মিঠু ও জাহিদ ইসলাম।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!