• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ফি ছাড়াই ঘরে বসে টিন সার্টিফিকেটে ভুল সংশোধন করবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৪৯ এএম
ফি ছাড়াই ঘরে বসে টিন সার্টিফিকেটে ভুল সংশোধন করবেন যেভাবে

অনেকসময় দেখা যায় টিন সার্টিফিকেট করতে গিয়ে কোথাও ভুল করে ফেলেছেন। নিজের নাম, বাবা-মায়ের নামের বানান, জন্মতারিখসহ বিভিন্ন ছোটখাটো ভুল হতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। সহজেই এই ভুল সংশোধন করতে পারবেন। টিন সার্টিফিকেট সংশোধনের জন্য সাধারণত কোনো ফি লাগে না।

ঘরে বসেই টিন সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারবেন
 
১. প্রথমে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন পোর্টালে নিবন্ধন করতে হবে। যদি আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থাকে, তাহলে লগইন করুন। আর যদি না থাকে, তাহলে এই লিঙ্কে গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

২. এবার ওয়েবসাইটে প্রবেশ করে ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করুন।

৩. প্রয়োজনীয় তথ্য যেমন-নাম, ইউজার আইডি, পাসওয়ার্ড, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন।

৪. নিবন্ধন হয়ে গেলে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করুন। লগইন করার পর আপনার প্রোফাইল ড্যাশবোর্ড দেখতে পাবেন।

৫. এবার আপনার অ্যাকাউন্টে লগইন করার পর ‘টিন ইনফরমেশন’ অথবা ‘আপডেট টিন ইনফরমেশন’ অপশনটি খুঁজুন।

৬. এখানে আপনি আপনার টিন সার্টিফিকেটের তথ্য দেখতে পাবেন। যে তথ্যটি সংশোধন করতে চান, সেটির পাশে ‘এডিট’ অথবা ‘আপডেট’ অপশনটিতে ক্লিক করুন।

৭. প্রয়োজনীয় ঘরগুলোতে সঠিক তথ্য দিয়ে আপডেটের জন্য আবেদন করুন।

৮. সংশোধনের কারণ উল্লেখ করার প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে, আপনাকে সংশোধনের স্বপক্ষে কিছু প্রমাণপত্র আপলোড করতে হতে পারে। যেমন-জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন সনদ, অথবা অন্য কোনো সরকারি ডকুমেন্টস। নির্দেশনা অনুযায়ী স্ক্যান করা ডকুমেন্টস আপলোড করুন।

৯. সংশোধিত তথ্য দেওয়ার পর আবেদনপত্রটি ভালোভাবে দেখে নিন। এরপর ‘সাবমিট’ অথবা ‘আপডেট’ অপশনে ক্লিক করে আবেদনপত্রটি জমা দিন। আবেদনপত্র জমা দেওয়ার পর একটি রিসিট ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।

Link copied!