প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহে উদ্বোধন হতে যাচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। এই অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নিবন্ধন করে ডাকযোগে ভোট দিতে পারবেন। প্রবাসীরা এতে নিবন্ধন করতে ১০ দিন সময় পাবেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে আয়োজিত অনলাইন মতবিনিময় সভায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
নির্বাচন কমিশনার বলেন, “আউট অব কান্ট্রি ভোটিংয়ের জন্য আমরা একটি ডিজিটাল সিস্টেম তৈরি করছি। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে অ্যাপটি চালু হবে। এরপর প্রতিটি অঞ্চলকে সাত থেকে দশ দিন সময় দেওয়া হবে নিবন্ধনের জন্য। প্রয়োজনে অতিরিক্ত তিন থেকে সাত দিন সময় বাড়ানো হবে।”
তিনি আরও জানান, প্রবাসীদের ভোট অন্তর্ভুক্তির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হবে। এজন্য আগেই সার্কুলারের মাধ্যমে অঞ্চলভিত্তিক রেজিস্ট্রেশনের তারিখ জানিয়ে দেওয়া হবে।
আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথম দিকে ভোটগ্রহণের লক্ষ্য নিয়েছে ইসি। এবারই প্রথমবারের মতো প্রবাসীরা বৃহৎ পরিসরে ভোটের আওতায় আসছেন।
অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ, এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীরসহ কমিশনের অন্যান্য কর্মকর্তা এবং লন্ডন হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।