• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

পুরোনো গাড়িই পাচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪, ০৫:৩৪ পিএম
পুরোনো গাড়িই পাচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হবে বৃহস্পতিবার (১১ জানুয়ারি)। ওই দিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। 

সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার নতুন কোনো গাড়ি কেনা হচ্ছে না। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের গাড়িগুলো ফেরত নিয়ে সেগুলোই মূলত প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে বর্তমান মন্ত্রিসভার সদস্যরা তাদের ব্যবহৃত গাড়িগুলো ফেরত দিয়েছেন।

যদিও নতুন মন্ত্রিসভার সদস্যসংখ্যা কত হচ্ছে, তা এখনো জানা যায়নি। মন্ত্রিসভা গঠনের বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ার। ফলে কেউ সুনির্দিষ্ট করে বলতে পারছেন না কারা থাকছেন নতুন মন্ত্রিসভায়।

এর আগে মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, ১১ জানুয়ারি সন্ধ্যা সাতটায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রোববার (৯ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। এখন পর্যন্ত ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২২ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন করে দুজন জয়ী হয়েছেন।

সংসদের বর্তমান প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ১১টি আসন। আর ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

 

Link copied!