রাজধানীর আরামবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে শাপলাচত্বর এলাকায় ঢুকে পড়েছে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। এই ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে মো. নবাব আলী নামের এক জামায়াত কর্মী আহত হয়েছেন।
এদিকে পুলিশের একটি সূত্র বলছে, পরিস্থিতি বিবেচনায় জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হতে পারে। তবে সেখানে কিছু শর্তজুড়ে দেওয়া হবে। ঘণ্টাখানেকের মধ্যে সমাবেশ শেষ করে রাস্তা ছেড়ে যেতে হবে, মূল রাস্তার বাইরে দাঁড়াতে পারবে না কেউ। চারপাশ দিয়ে পুলিশ ঘিরে রাখবে তাদের।
সকাল থেকে কয়েক দফায় শাপলা চত্তরে প্রবেশ করার চেষ্টা কেরে জামায়াত ও শিবির কর্মীরা। অনুমতি না পেলেও জোর করে সমাবেশ করতে অনড় দলটি। পুলিশ বলে আসছে কোনোভাবেই তাদের সমাবেশ করতে দেওয়া হবে না।
তবে জামায়াত নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে পুলিশ।
এর আগে মতিঝিলের আরামবাগে পিকআপ ভ্যানে মঞ্চ তৈরির সরঞ্জাম নিয়ে আসে তারা।
সর্বশেষ তথ্যে জানা গেছে, পুলিশের কয়েকজন কর্মকর্তা জামায়াতের নেতাদের সঙ্গে আলোচনা করছেন।