• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০৩:৪৫ পিএম
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে সরকারি কর্মচারীদের ৫ শতাংশ হারে বেতন বাড়ছে।

মঙ্গলবার (১৮ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান খান।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরিজীদের ৫ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে চাকরিরত সরকারি কর্মচারীদের ন্যূনতম প্রণোদনা এক হাজার টাকা হবে। আর অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের ন্যূনতম ৫০০ টাকা বেতন বাড়ছে।

গত ২৫ জুন সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনার আওতায় বেতন বাড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সংসদে করা আলোচনায় এ ঘোষণা দেওয়া হয়।

সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনা হিসেবে মূল বেতনের ৫ শতাংশ দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে নির্দেশনা দেন।  

প্রধানমন্ত্রী বলেন, “সরকারি কর্মচারী যারা আছেন, তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের ৫ শতাংশ এই আপৎকালীন সময়ে দেওয়ার বিষয়টি বিবেচনার অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি।”

Link copied!