শেখ হাসিনা প্রয়োজনে ডাল ভাত খাবে; কিন্তু কারও কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২২ জুলাই) নোয়াখালীর কবিরহাটে শান্তি, উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা নীতি ও কারও রক্তচক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন; কিন্তু কারও কাছে মাথা নত করবেন না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে।
কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নিজাম উদ্দীন হাজারী, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।



































