শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০২:১৬ পিএম
শান্তি সমাবেশে যোগ দিচ্ছেন আ.লীগের নেতাকর্মীরা

রাজধানীতে আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ ঘিরে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। ব্যানার-ফেস্টুন হাতে মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১২ জুলাই) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সমাবেশ হবে।

ইতিমধ্যে সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুলিস্তান, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, কমলাপুর, নটর ডেম কলেজ, হাটখোলা, মুগদা থেকে একাধিক মিছিল এসে সমাবেশস্থলে পৌঁছায়। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলটির নেতাকর্মীরা সমাবেশে আসছেন।

ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা অংশ নেবেন।

এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীও যোগ দিচ্ছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!