‘জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুটে হুমকি দিয়েছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৪:০৩ পিএম
‘জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুটে হুমকি দিয়েছে’

বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান ঘিরে কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেছেন, “জঙ্গি নয়, দুষ্টু পোলাপান চিরকুট লিখে হুমকি দিয়েছে। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।”

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, “যে উড়ো চিঠি এসেছে তা দেওয়া হয়েছে ‘দাজ্জাল বাহিনী’ নামে। দাজ্জাল বাহিনী নামে বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন নেই। কোনো দুষ্টু পোলাপান অতি উৎসাহী হয়ে চিরকুট লিখছে।”

এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ১০ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক জঙ্গিরা নজরদারিতে রয়েছে, তাদেরও গ্রেপ্তার করা হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!