ঢাকা থেকে মিলবে ইউরোপের নতুন ৮ দেশের ভিসা। রোববার (৮ ডিসেম্বর) ঢাকাস্থ সুইডিশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় এ সেবা দেবে। নতুন দেশগুলো হচ্ছে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া, সুইডেন ও লাটভিয়া।
সুইডিশ দূতাবাসের বার্তায় বলা হয়, আবেদনকারীকে অবশ্যই ঢাকায় ভিএফএস গ্লোবাল সুইডেনের সঙ্গে শেনজেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। ওয়াক-ইন আবেদন গ্রহণ করা হবে না।
এ ছাড়া অ্যাপয়েন্টমেন্ট স্লটটি আবেদনকারীকেই বুক করতে হবে। অন্য কারো মাধ্যমে বুক করা যাবে না। অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার সময় নির্দিষ্ট হারে চার্জ নেওয়া হবে। এটা অফেরৎযোগ্য।
বিস্তারিত জানতে ভিএফএস হেল্প ডেস্কে যোগাযোগ করা যাবে। হেল্প ডেস্ক নম্বর : (+88) 09606 777 33 বা (+88) 09666 911 382. এ ছাড়া https://vfsforms.mioot.com/forms/CFNC—এই ঠিকানায় গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



























