আগামী বছরও দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপের ইজতেমা ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিলেও মাওলানা জুবায়েরের প্রতিনিধিরা উপস্থিত হননি।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় ও আইসিটি মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম এবং শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা মো. আদিলুর রহমান।
প্রতি বছর টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। গত কয়েক বছরের মতো এবারও সেই ইজতেমাকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার এই বৈঠক।
তাবলীগ জামাতের বিরোধের কারণে কয়েক বছর ধরে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। সবশেষ গত বছরও প্রথম পর্বে শুরায়ে নিজাম অনুসারী মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন অনুসারী মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশ নেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























