জাতীয় পার্টির মহাসচিব, সাবেক সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর (৬৭) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ অক্টোবর) সকালে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক এই মন্ত্রী মারা যান।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, “জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





























