• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ঘর


পেনুকা সুলতানা
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৭:৫৪ পিএম
ঘর

সকাল ছয়টার অ্যালার্ম বাজার সাথে সাথে ঘুম থেকে উঠে গেল শতরূপা। যদিও উঠতে ইচ্ছে করছিল না, তারপরও একরকম বাধ্য হয়ে বিছানা ছাড়ল সে। এরপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করতে করতে বাচ্চাদের রুমে ঢুকল। ঘড়ির দিকে তাকাল। না, আরও এক ঘণ্টা সময় আছে। এর মাঝেই সব কাজ শেষ করা যাবে। তাই হুড়মুড় করে সকালের নাশতা আর বাচ্চাদের টিফিন বানানো শেষ হতেই ঘড়িতে আরেক দফা অ্যালার্ম বাজল। এবার মাস্টারবেডে ঢুকল শতরূপা। বিছানায় মরার মতো শুয়ে থাকা সোহেলকে অনেকবার ডাকল...কয়েকবার গুইগাই করে জবাব দিলেও উঠল না। প্রতিদিনই এ রকম হয়। শতরূপার খুব বিরক্ত লাগল। তাই কিছু না বলে ঘর থেকে বেরিয়ে পড়ল সে।
 

Link copied!