• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

আইনস্টাইনকেও ছাড়িয়ে গেল সেই বালক!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০১:২৬ পিএম
আইনস্টাইনকেও ছাড়িয়ে গেল সেই বালক!

আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী একজন পদার্থবিজ্ঞানী। বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণের আবিস্কারক তিনি। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদান এবং আলোক-তড়িৎ ক্রিয়া সম্পর্কিত গবেষণার জন্য নোবেল পুরস্কার পান আইনস্টাইন। বুদ্ধিমত্তার দিক থেকে তাকেই সেরা মনে করা হয়। কিন্তু এবার বুদ্ধিমত্তার সেরা আইনস্টাইনকেই ছাপিয়ে গেল ব্রিটিশ এক বালক।

ব্রিটিশ সেই বালকের নাম বার্নাবি সুইনবার্ন। বয়স তার ১২ বছর।  ক্রিসমাসের 'মেনসা' টেস্টে সম্প্রতি সর্বকালের সেরা আইনস্টাইনকে ছাড়িয়ে গিয়েছে সে। এরপরই আলোচনা শুরু তাকে নিয়ে। নিজের বুদ্ধির প্রমাণ দিয়ে বার্নাবি এখন 'হাই আইকিউ সোসাইটি'রও সদস্য হয়েছেন।

দ্য সান প্রতিবেদনে জানায়, ব্যক্তির বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও যুক্তিশক্তির পরীক্ষা হয় আইকিউ টেস্টে। সম্প্রতি অনূর্ধ্ব-১৮ বিভাগে বার্নাবি সুইনবার্নের আইকিইউ স্কোর হয়েছে ১৬২। যেখানে আইনস্টাইনের আইকিউ লেভেল ছিল ১৬০! বার্নাবি আইকিইউ টেস্টে ২ পয়েন্ট এগিয়ে রয়েছে আইনস্টাইন থেকে।

ব্রিটিশ এই বালক গণিত এবং রসায়ন পড়তে বেশি পছন্দ করে। তবে আগ্রহ বেশি ব্যবসায়। বার্নাবি নিজের স্বপ্নের কথা এই প্রতিবেদনে জানায়। বার্নাবি জানায়, ভবিষ্যতে একজন 'প্রোগ্রামার' হওয়ার স্বপ্ন তার।

বার্নাবির বুদ্ধিমত্তার প্রশংসা করে তার মা গিসালেইন বলেন, ‘আমরা জানি, ও (বার্নার) যথেষ্ট বুদ্ধিমান ও স্মার্ট। ওর আগ্রহেই বুদ্ধিমত্তা পরীক্ষা করা হয়। কেমন ওর বুদ্ধিমত্তা সেটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণ পেতে চেয়েছিল। অবশেষে আইকিইউতে নিজের ফলাফলে সে অনেক খুশি।“

Link copied!