• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

শুধু খাবার নয়, চাল ব্যবহার করুন নানা কাজে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০২:১০ পিএম
শুধু খাবার নয়, চাল ব্যবহার করুন নানা কাজে

ভাত রান্নার পাশাপাশি আরও কিছু কাজে ব্যবহার কার যায় চাল। গৃহস্থালির নানা কাজে দুর্দান্তভাবে কাজে লাগিয়ে ফেলুন চাল। এতে আপনার সময়, অর্থ এবং শক্তি সবই বাঁচানো যাবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক-

  • চাল আর্দ্রতা শোষণে দারুণ কার্যকর। মোবাইল ফোনে পানি প্রবেশ করলে চালের মধ্যে কয়েক ঘণ্টা ঢুকিয়ে রাখুন। আর্দ্রতা টেনে নেবে চাল।
  • বিভিন্ন ধরনের ধাতব জিনিসপত্র মরিচামুক্ত রাখতে সহায়তা করতে পারে চাল। ধাতব জিনিস বাতাসের সংস্পর্শে এলে মরিচা পড়ে যায়। একটি পাত্রে চাল নিয়ে এসব সরঞ্জাম রাখুন। চাইলে টুলবক্সে কিছু পরিমাণ চাল রাখতে পারেন। মরিচা পড়বে না ধাতব সরঞ্জামে।  
  • আর্দ্র আবহাওয়ায় চিনি ও লবণ জমাট বেঁধে যেতে পারে। এ সমস্যা রোধ করতে চিনির পাত্রে চাল ভর্তি একটি ছোট তুলার ব্যাগ ফেলে রাখুন। লবণের জমাট বাঁধা প্রতিরোধেও কয়েকটি চাল রাখতে পারেন পাত্রে।
  • ফল প্রাকৃতিকভাবে ইথিলিন গ্যাস উৎপন্ন করে, যা গাছ থেকে তোলার পর ফল পাকতে সাহায্য করে। চালভর্তি একটি পাত্রে ফল ডুবিয়ে রাখলে গ্যাস নির্দিষ্ট স্থানে জমে ফল দ্রুত পাকতে সাহায্য করে।
  • ব্লেন্ডারে কিছুটা চাল নিয়ে ব্লেন্ড করুন। ধারালো হবে ব্লেন্ডার বা গ্রাইন্ডারের ব্লেড।
    ফুলদানি বা কেটলির নিচের অংশে হাত পৌঁছানো সহজ নয়। ফলে ঠিকমতো পরিষ্কার করা সম্ভব হয় না এগুলোর ভেতরের অংশে। এ ক্ষেত্রে চাল আপনার সাহায্য করতে পারে। চালের দানা, কুসুম গরম পানি এবং তরল সাবান দিয়ে একটি মিশ্রণ বানিয়ে পাত্রের ভেতর ঢুকিয়ে ঝাঁকান ভালো করে। পরিষ্কার হয়ে যাবে।
  • ত্বকের যত্নে কাজে লাগাতে পারেন চাল। চাল গুঁড়া করে মধু ও টক দই মিশিয়ে ত্বকে ঘষুন। ত্বক হবে উজ্জ্বল ও নরম।
Link copied!