• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায়ে মাইকিং


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩০, ২০২৫, ০৩:২৭ পিএম
পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায়ে মাইকিং

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় সাত কোটি টাকা বকেয়া বিল আদায়ে মাইকিং করছে পল্লী বিদ্যুৎ সমিতি। 

সোমবার (৩০ জুন) সকাল থেকেই উপজেলা জুড়ে এই মাইকিং করছে তারা।

তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্র জানায়, উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভায় গ্রাহক রয়েছেন ৬৮ হাজার। এসব গ্রাহকের কাছে প্রায় ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। এই বকেয়া বিল আদায় করতেই মাইকিং করছেন তারা।

মাইকিং করে বলা হচ্ছে, “আগামী ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”

তাড়াশ জোনাল অফিসের ডিজিএম শামসুজ্জামান বলেন, “বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের জন্য গ্রামে গ্রামে মাইকিং করা হচ্ছে। তবুও কিছু গ্রাহক বকেয়া পরিশোধ করছেন না। কিন্তু বকেয়া থাকা গ্রাহকের সংযোগ আমাদের বিচ্ছিন্ন করতে হবে। এজন্য গ্রাহকদের সতর্কতামূলক মাইকিং করে জানানো হচ্ছে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!