শীতের তীব্রতা বাড়ছে। এই সময় গোসলে খুব আলসেমি লাগে। ঠাণ্ডা পানিতে গোসলের কথা চিন্তা করলেই যেন ভয় হয়। শীতের কাপুনিতে ঠাণ্ডা পানিতে গোসন রীতিমতো চ্যালেঞ্জ। তবে কর্মক্ষেত্রে যাওয়ার আগে গোসল তো দিতেই হবে। এই শীতে পানি গরম করে গোসল করা নিরাপদ। চুলায় হাড়িতে পানি গরম করা ঝামেলার কাজ। তাই এই সময় বাড়িতে গিজার লাগিয়ে নিতে পারে।
বাড়ির বাথরুমে গিজার লাগিয়ে নিলে শীতে শান্তিতে গোসল করা যায়। তবে গিজার লাগিয়ে নিলেই হবে না। ভালো মানের গিজার কিনতেও হবে। এই মৌসুমে গিজার কেনার ধুম পড়ে। এবারের শীতে যদি আপনারও তেমন পরিকল্পনা থাকে তবে কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন।
- গিজার কেনার আগে ঠিক করুন কত লিটারের পানির প্রয়োজন হবে। কম লিটারের গিজারের দাম কম হবে। বেশি লিটারের গিজার কিনলে বাজেটও বাড়বে। কিন্তু ছোট গিজারে দ্রুত ট্যাঙ্কি ফাঁকা হয়ে যায়। বারবার গিজার ছাড়তে হয়। এতে বিদ্যুৎ খরচ বাড়ে।
- বাড়িতে ২ থেকে ৩ জন হলে ছোট গিজার লাগাতে পারেন। আবার ৮ জনের বেশি সদস্য হলে অবশ্যই ৩৫ লিটার বা এর বেশি লিটারের গিজার লাগাবেন।
- বাথরুমের আকার ও দেয়ালের মাপ বুঝে গিজার কিনুন। সব বাথরুমে একই মাপের গিজার লাগবে না। তাই বাথরুমের কথা মাথায় রেখেই গিজার বেছে নিন।
- গিজার কেনার আগে এর বিস্তারিত দেখে কিনুন। কতটুকু বিদ্যুৎ খরচ হবে, কতক্ষণ অন থাকলে কতটা ওয়াট পুড়বে কেনার আগে তা অবশ্যই দেখে নিন। গিজারের বক্সেই সব তথ্য পাওয়া যাবে। ৪ স্টার বিশিষ্ট গিজার কিনতে পারেন। বিদ্যুতের খরচ কম হবে।
- গিজার কেনার আগে এর সেফটি ফিচারগুলোও দেখে নিবেন। বাড়িতে ছোটরা থাকলে সেই গিজার কতখানি সুরক্ষিত হবে তা ভালোভাবে জেনে নিন। সেফটি ভাল্ব, অটো-কাটঅফ ফিচার রয়েছে কিনা দেখে নিতে হবে।
- গিজার কেনার সময় এর ডিজিটাল ডিসপ্লে রয়েছে কিনা দেখে নিন। এছাড়াও কন্ট্রোল নব আছে কিনা তাও দেখতে হবে।
- যে ব্র্যান্ডের গিজার কিনছেন, তা সম্পর্কে আগে ধারণা নিন। অনলাইনে সেই ব্র্যান্ডের রিভিউ দেখে নিতে পারেন। কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিয়ে এরপর কেনাই হবে বুদ্ধিমানে কাজ।