• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

তিল ভাগ্যের কথা বলে!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২, ০৪:৪৫ পিএম
তিল ভাগ্যের কথা বলে!

নারীর ঠোঁটের কোণে ছোট্ট কালো তিল, লাস্যময়ী করে তোলে। এ যেন সৌন্দর্য্য বাড়িয়ে দেয় খানিকটা। মায়ার ছোঁয়া লাগে ওই তিলে। শুধু ঠোঁট নয়, বিভিন্ন অঙ্গেই থাকে তিল। যার রং হতে পারে কালো বা লাল। আকারে ছোট কিংবা বড়ও হতে পারে। শরীরে তিলের অবস্থান ছড়িয়ে ছিটিয়ে থাকে। কারও শরীরে বেশি, আবার কারও শরীরে তিলের উপস্থিতি থাকে অল্প। তিল যেমনই হোক আবার যেখানেই থাকুক, এটি ভাগ্যের কথা বলে। এমনটাই বিশ্বাস করেন অনেকে। জ্যোতিষিরাও বিষয়টি অবজ্ঞা করেননি। তারা বলছেন, মানুষের ভাগ্য কেমন হবে তা জানা যাবে শরীরে তিলের অবস্থান দেখে। আপনিও যদি তা বিশ্বাস করেন, তবে জেনে নিতে পারেন শরীরে কোথায় তিল থাকলে কী হতে পারে কিংবা আপনার ভাগ্য কেমন হবে।

  • জ্যোতিবিদরা জানান, ডান দিকের গালে তিল থাকলে বুঝে নিবেন আপনি বিয়ের পর অত্যন্ত সম্পদশালী হয়ে উঠবেন।
  • আপনার ঠোঁটের উপরের অংশ তিল আছে? তবে নিশ্চয়ই আপনার জেদ বেশি বা আপনি রাগী। তবে খুব অল্প বয়সেই আপনি অর্থবান হয়ে উঠবেন।
  • কনিষ্ঠ আঙ্গুলে তিল থাকলে আপনি নিশ্চয়ই ভ্রমণপিপাসু। যারা শুধু ঘুরে বেড়াতে পছন্দ করে। যখনই সুযোগ পান দেশ কিংবা বিদেশে ভ্রমণ করে বেড়ান।
  • নাকের উপরে ডানদিকে তিল থাকলে বুঝে নিবেন, আপনি অবশ্যই ধনী হবেন। ত্রিশ  বছর বয়স হলে প্রচুর ভ্রমণেরও সুযোগ পাবেন। আর একটু মনোযোগী হলে সাফল্য পাবেন। 
  • অনেকেরই পায়ের পাতার নিচে তিল থাকে। পায়ের নিচে তিল থাকলে বিদেশ ভ্রমণে আপনার ভাগ্য সুপ্রসারিত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
  •  কোমরে তিল থাকাও ভালো। কোমরে তিল থাকলে আপনি সম্পদশালী হবেন। তবে কাজে মনোযোগী বা অধ্যবসায় করতে হবে আপনাকে। তাহলে আপনার ধনী হওয়ার পথে কোনও বাধা থাকবে না।
  • কপালের মাঝে ত্রিনয়নের স্থানে তিল থাকলে বোঝা যাবে আপনি খুবই শান্ত প্রকৃতির মানুষ। আপনার জীবনে খুবই স্থিতিশীল। যেকোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।
  • ডান হাতের তালুতে তিল থাকাও মন্দ নয়। সাফল্য আপনার ছায়াসঙ্গী হবে। তালুর উপরের দিকে তিল থাকলে সাফল্য আসবে। নিচের দিকে তিল থাকলে সাফল্য পেতে একটু সময় লাগবে। তবে চেষ্টা করলেই আপনি ব্যর্থ হবেন না।
  •  থুতনিতে তিল থাকলে সৌন্দর্য বাড়ে। সেই সঙ্গে তারা খুব ভাগ্যবানও হয়। তবে তারা সামাজিক হয় না। প্রয়োজনের বাইরে কারো সঙ্গে মিশে না। যতটা প্রয়োজন ততটাই করতে পছন্দ করে।
  • যাদের নাভিতে তিল থাকে তারা পেটুক স্বভাবের হয়। তারা খেতে খুব পছন্দ করে। পেটুক অনেকটাই নেতিবাচক শোনায়। তাই বলা যায়, নাভিতে তিল থাকা মানুষগুলো খাদ্যরসিক হয়। তারা খেতে এবং খাওয়াতে পছন্দ করে।
  • বুকের মাঝে তিল থাকা শান্তি ও আন্তরিকতার লক্ষন। এসব মানুষ শান্তিপ্রিয় হয়। সেই সঙ্গে স্বচ্ছলতা থাকে তাদের জীবনে।
  • কানের পাশে কিংবা ডান গাল ও কানের সংযোগ স্থলে তিল থাকলে আপনি বিত্তবান হবেন। তাছাড়া মেধায়ও আপনি পিছিয়ে নেই।
  • পিঠে তিল থাকা উদারতার লক্ষণ। আপনি দয়ালু এবং ক্ষমতাবান। যুক্তিতর্কে আপনার সঙ্গে পেরে ওঠা কঠিন। আর পিঠের নিচের দিকে তিল থাকলে আপনি আরামপ্রিয় হবেন। পিঠের নিচ দিকে তিল থাকলে আপনি যথেষ্ট আবেদনময়ী হবেন।
Link copied!