• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বৃষ্টিতে ভিজে জুতা-মোজায় দুর্গন্ধ? দূর করবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৭:৪৬ পিএম
বৃষ্টিতে ভিজে জুতা-মোজায় দুর্গন্ধ? দূর করবেন যেভাবে
জুতা বা মোজার দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকর। ছবিঃ সংগৃহীত

নিম্নচাপের প্রভাবে সারা দেশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যেই কাজে কর্মে অফিসে বের হতে হচ্ছে অনেককেই । বৃষ্টির পানিতে জুতা, মোজা ভিজে যায়। ভেজা জুতা আবার সহজে শুকিয়ে ফেলাও সম্ভব হয় না রোদের অভাবে। ফলে জুতা ও মোজায় দুর্গন্ধ হয়ে যায়। সেই জুতা বা মোজা পরেই পরদিন আবার অফিসে ছুটতে হয়। কিন্তু তাতে বিব্রত অবস্থায়ও পড়তে হয়। সেই বিব্রতকর অবস্থা দূর করতে ঘরোয়া কিছু টিপস অনুসরণ করতে পারেন।

  • জুতা বা মোজার দুর্গন্ধ দূর করতে বেকিং সোডা বেশ কার্যকর। জুতা খুলে শুকনো কাপর দিয়ে মুছে কিছুটা বেকিং পাউডার বা বেকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। পরদিন ব্যবহারের আগে বেকিং সোডা ফেলে দিয়ে ব্যবহার করুন। সহজে গন্ধ হবে না। 
  • মোজার গন্ধ দূর করতেও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে একটি ছোট কাপড়ে অল্প একটু বেকিং সোডা নিয়ে বেধে মোজার মধ্যে রেখে দিন। এতে মোজার গন্ধ দূর হবে।
  • ন্যাপথোলিন গুঁড়ো করে তা ট্যালকম পাউডারের সঙ্গে মিশিয়ে জুতোর মধ্যে ছড়িয়ে দিন। এতে জুতার দুর্গন্ধ কমে যাবে।
  • বাড়ি ফেরে ভেজা জুতার মধ্যে জুতার মধ্যে কয়েকটি কমলার খোসা সারা রাত রেখে দিন। কমলার খোসা দুর্গন্ধ শুষে নেবে। ব্যবহারের আগে খোসাগুলো ফেলে ব্যবহার করুন।
  • এক টুকরো কাপড় লবঙ্গ তেলে ভিজিয়ে জুতোর মধ্যে রেখে দিন সারারাত। এতে জুতার দুর্গন্ধ দূর হবে।
  • বাসায় বাচ্চার জন্য আনা বেবি পাউডার জুতার দুর্গন্ধ দূর করতেও বেশ কার্যকর। জুতা পায়ে দেওয়ার আগে কিছুটা পাউডার ছিটিয়ে নিন। তবে খেয়াল রাখবেন পাউডার যেন বেশি না হয়।
  • প্রথমে ফুটন্ত পানিতে টি ব্যাগ কয়েক মিনিট রেখে দিন। এরপর এটি তুলে ঠাণ্ডা হলে জুতার মধ্যে রেখে দিন এক ঘণ্টা। এক ঘণ্টা পর তা সরিয়ে জুতোর ভেতরের অংশ ভালো করে মুছে নিন। দুর্গন্ধের পাশাপাশি এতে থাকা ব্যাকটেরিয়াও দূর হবে। 
Link copied!