• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

বসার ঘরটি যেভাবে সাজাবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ০৩:৫৮ পিএম
বসার ঘরটি যেভাবে সাজাবেন

একটি সুন্দর বাড়ি সুন্দর ঘর সবারই কাম্য়। বাড়ির প্রতিটি ঘরকে মনের মতো করে সাজানো হয়। ঘরের পরিবেশেই সৃষ্টিশীল আর সৌখিনতার ছাপ থাকে। যার ঘর যত গোছানো, সে মানুষ হিসেবেও  তত গোছানো প্রকৃতির। তাই বলা যায়, ঘরের পরিবেশ ব্যক্তিত্বকেও তুলে ধরে। 

প্রতিটি ঘরের পরিবেশ, ডেকোরেশন হয় ভিন্ন। শোয়ার ঘরের আসবাবপত্র যেমন হবে বসার ঘরেরটা হবে ভিন্ন ধরণের। জানালাটা কেমন হবে, কোথায় কী রাখা হবে সবই পরিকল্পনা মাফিক হতে হবে। তবেই ঘর দেখতে সুন্দর লাগবে। বসার ঘরে তেমনই সোফা, টিভি সেট করতে হয়। অনেকেই ভেবে পান না কোথায় সোফা রাখলে ঘরের সৌন্দর্য বাড়বে।

সোফা রাখার উপযুক্ত স্থান হরো দক্ষিণ পূর্ব দিক। এই দিকে সোফা রাখলে ঘরকে বড় দেখাবে। সেই অনুযায়ী টেলিভিশন লাগিয়ে নিতে হবে। সাধারণত ৫ সেটের সোফা থাকে। একসঙ্গে তিনটি সোফা এবং দুইটি সোফা অআলাদা করা থাকে। বড় সোফাটি এমন জায়গায় রাখুন যেখানে বড় দেয়াল থাকে। জানালার কাছে রাখতে যাবেন না। এতে জানালা বন্ধ হয়ে যাবে। এতে আলো বাতাস প্রবেশে বাধা পড়বে।

সোফা ঠিকঠাক জায়গায় রাখলেই হবে না। সোফাকে সাজাতে হবে সুন্দর করে। হালকা রঙের কভার দিতে হবে। সুন্দর কুশনও দিয়ে নিতে পারেন। বসার ঘরে কখনও গাঢ় রঙের সোফা ব্যবহার করবেন না। 

নতুন বাড়ি তৈরি সময় খেয়াল রাখুন, বসার ঘর যেন উত্তর-পূর্ব দক্ষিণ-পূর্ব এবং পশ্চিম দিকে থাকে।

বসার ঘরকে কোনও প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করবেন না। বরং অক্সিজেন পাওয়া যাবে এমন গাছ দিয়ে ডেকোরেশন করতে নিতে পারেন। 

অনেকে বসার ঘরের বারান্দায় ময়লা জমিয়ে রাখে। আবার বসার ঘরে পাশে রান্না ঘর থাকলে সেখানে ময়লা রেখে দেয়। এটা করবেন না। বসার ঘরের চারপাশে যেন কোন ময়লা না থাকে।

সোফার পেছনের দেওয়ালটি খালি থাকে। সেখানে সুন্দর পেইন্টিং দিয়ে সাজাতে পারেন। পেন্টিং যেন প্রাণবন্ত হয়। আবার পরিবারের সদস্যদের ছবি দিয়েও সাজাতে পারেন সেই দেয়ালটি।

Link copied!