• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

ঈদ পোশাক বানাতে দর্জিবাড়ি ছোটাছুটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ০২:৩৬ পিএম
ঈদ পোশাক বানাতে দর্জিবাড়ি ছোটাছুটি

 রমজান মাস চলছে। পুরো একমাস রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা। এরপরই আসবে ঈদের আনন্দ। রোজার পর ঈদের আনন্দ মানেই নতুন পোশাক। ঈদ আনন্দের বড় অংশ জুড়ে থাকে নতুন পোশাকের ঘটা। ছোট-বড় সবার মধ্যেই ঈদ পোশাক নিয়ে থাকে নানারকম পরিকল্পনা।  ইতোমধ্যেই নতুন পোশাক কেনার ধুম পড়েছে ঈদের বাজারে। অনেকে রোজা শুরুর আগেই কেনাকাটা সেরে নিয়েছেন।

ঈদ বাজারে নতুন স্টাইলের বাহারি পোশাক পাওয়া যায়। কিছু পোশাক থাকে  তৈরি করা। আবার কিছু পোশাক নিজেদের পছন্দমাফিক ডিজাইন অনুযায়ী বানিয়ে নিতে হয়। পোশাক বানানো মানেই দর্জি বাড়ি ছোটাছুটি শুরু। এই সময় দর্জিবাড়িতেও থাকে অনেক চাপ। পুরোনো কাস্টমারদের আবদার রাখতে ঈদের আগের রাত পর্যন্তও কাজ করেন দর্জিরা। তাই এই সময় তারাও ব্যস্ত সময় পার করছেন। দর্জিবাড়ি ছোটাছুটির আগে কিছু বিষয় গুছিয়ে নিন। এতে দর্জির বানানো নতুন পোশাকটি মনের মতোই হবে।

  • দর্জি বাড়িতে নতুন পোশাক বানাবেন এই পরিকল্পনা থাকলে রমজান শুরুর আগেই কাপড় কিনে ফেলুন। ১০ রোজার আগেই দর্জিকে সব বুঝিয়ে দিন। দেরি করে দিলে পোশাক নষ্ট করার শঙ্কা থাকে।
  • দর্জিরা এই সময় খুবই ব্যস্ত থাকেন। তাই বেশি ভারি ডিজাইনের পোশাক এই সময় না বানানো ভালো। যত হালকা ডিজাইন দিবেন ততই সুন্দর তৈরি হবে।
  • পোশাকের সঙ্গের অনুষঙ্গগুলো ঠিকমতো বুঝিয়ে দিন। শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ বানাতে ফলসের কাপড় কিংবা লেইস বসাতে চাইলে নিজেই কিনে দিন। কারণ দর্জিরা  কাপড় বা লেইস ম্যাচিংয়ে অনেক সময় নিতে পারে। এতে আপনার পোশাক তৈরিতেও দেরি হবে।
  • যার জন্য় পোশাক বানাচ্ছেন তাকে সঙ্গে নিয়ে যান। দর্জি নিজে মাপ নিলে পোশাক তৈরি সুন্দর হবে। মাপের ভুল হলে পোশাকই নষ্ট হয়ে যায়। আর ঈদের পোশাক নষ্ট হলে কষ্টের সীমা থাকে না।
  • যে দর্জিবাড়িতে পোশাক বানাবেন সেখানে আগেই বলে রাখুন। ভালো দর্জির সঙ্গে কথা বলে রাখুন। যেন রোজায় আপনার পোশাকগুলো বানিয়ে দিতে পারে।
  • আপনার পছন্দের পোশাকটি বানাতে কতটুকু কাপড় লাগবে এবং এর সঙ্গে আরও কী কী লাগবে তা দর্জির কাছ থেকে জেনে নিন। এরপর সেই অনুযায়ী কেনাকাটা করুন। নয়তো কাপড়ে কম হলে আবারও মার্কেটে দৌড়তে হবে।
  • মেয়েদের পোশাক তৈরির ক্ষেত্রে কাপড়ের সঙ্গে ডিজাইন অনুসারে প্রয়োজনীয় লেস, পুঁতি, বোতাম বা ফিতা এ অনুষঙ্গগুলো তালিকা করে কিনে নিন। দর্জিকে কাপড়ের সঙ্গে সব বুঝিয়ে দিন।
  • পোশাক তৈরির জন্য দর্জিকে তাড়া দিবেন না। এতে তাড়াহুড়োতে নতুন পোশাক নষ্ট করে দিতে পারে। তাই পর্যাপ্ত সময় দিন। ঈদে সুন্দর পোশাক পরলে সারাদিনটা ভালো কাটে।
Link copied!