৩২ হাজারের বেশি বার্গার খেয়ে বিশ্ব রেকর্ড করেছেন ৬৭ বছর বয়সী ডোনাল্ড গোর্স্ক। ২০২১ সালের আগস্টে গিনেস কর্তৃপক্ষ ডোনাল্ডকে সবচেয়ে বেশি বার্গার খাওয়া ব্যক্তির বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডোনাল্ড এর আগে ১৯৯৯ সালেও বার্গার খাওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন। ২২ বছর পর তার বার্গার খাওয়ার সংখ্যা আরও বেড়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ওয়েবসাইটে জানায়, ডোনাল্ড ৩২ হাজার ৩৪০টি বার্গার খাওয়ার রেকর্ড গড়েছে, যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
নিজের অনুভূতি জানিয়ে ডোনাল্ড বলেন, “পুরো জীবনে ম্যাকডোনাল্ড ছাড়া অন্য কোনো বার্গার খাইনি। প্রথম বার্গার খেয়েছি মাত্র দুই বছর বয়সে। তখন থেকেই এটি আমার খুব পছন্দ।”
ডোনাল্ড জানান, প্রতিদিন দুটি করে বার্গার খেতেন। সপ্তাহে ১৪টি বার্গার খাওয়া হতো। ১৯৭২ সাল থেকে তিনি প্রতিদিন ৯টি বার্গার খেতে শুরু করেন। ২০১১ সালে বার্গার খাওয়ার সংখ্যা ২৫ হাজারে দাঁড়ায়।
বার্গার খাওয়ার সংখ্যা কীভাবে মনে রেখেছেন, এর উত্তরে ডোনাল্ড বলেন, “বার্গারের প্রতিটি রসিদসহ বাক্স এবং পাউচগুলো সংরক্ষণে রয়েছে আমার। ক্যালেন্ডারেও প্রতিদিনের খাওয়া বার্গারের সংখ্যা লিখে রেখেছি। বার্গারের সংখ্যাটি এভাবেই নির্ণয় হয়ে যায়।”
ডোনাল্ড আরও জানান, উপহার হিসাবেও বার্গারকেই পছন্দ করতেন। প্রেমিকাকে সারপ্রাইজ দিতেন ম্যাকডোনাল্ড বার্গার দিয়েই।
বার্গার খাওয়ার পরও ডোনাল্ডের ওজন স্বাভাবিক রয়েছে। এর কারণ সম্পর্কে ডোনাল্ড বলেন, “বার্গার আমার প্রতিবেলার খাবার। শুধু বার্গারই খেয়েছি। এর সঙ্গে অতিরিক্ত ফ্রেঞ্চ ফ্রাই বা চিজ খাওয়া হতো না। শরীরের কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করিনি। সুস্থ আছি। রক্তের শর্করা পরিমাণও স্বাভাবিক রয়েছে।”