কে ক্র্যাফট এ বসন্তের রঙে রঙিন ছোটদের পোশাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৭:৩৮ পিএম
কে ক্র্যাফট এ বসন্তের রঙে রঙিন ছোটদের পোশাক

বসন্ত মৌসুমে ছোটদের সাজে ফুটে উঠুক রঙিন স্বপ্ন, নির্মল আনন্দ আর নতুন দিনের গল্প। বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন রঙে সেজে ওঠে, তেমনি ছোটদের পোশাকেও আসুক উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। কে ক্র্যাফট এই বসন্তে ছোটদের জন্য নিয়ে এসেছে এমন সব পোশাক সংগ্রহ যেখানে রঙ, আরাম ও নান্দনিকতার নিখুঁত সমন্বয় ঘটেছে।

 

হালকা বাসন্তী, লাল, কমলা, সবুজ, হলুদ, গোলাপি, ল্যাভেন্ডার ও পেস্টেল শেডের পোশাকে ছোটদের বসন্তের আনন্দকে করবে আরও প্রাণবন্ত। আরামদায়ক ফেব্রিকে সারাদিনের স্বাচ্ছন্দ্য, যাতে খেলাধুলা কিংবা উৎসব—সব মুহূর্তই হয় উপভোগ্য।

 

মেয়েদের জন্য রয়েছে ফ্রক কাটের কামিজ, লম্বা কামিজ সঙ্গে পেন্ট স্টাইলের পাজামা, পালাজো, ধুতি পাজামা এবং ফ্রক, কুর্তি, টপ ইত্যাদি। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, টিশার্ট। সুতি কাপড় ছাড়াও মিলবে লিনেন, ভয়েল। তাতে স্ক্রিন প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, টাই-ডাই ইত্যাদির মিশেলও আছে।

 

বসন্তের উৎসব, স্কুলের অনুষ্ঠান কিংবা পারিবারিক আয়োজনে ছোটদের সাজিয়ে তুলতে কে ক্র্যাফটের এবারের আয়োজন ভালো লাগবে। কে ক্র্যাফটের সকল আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যেকোনো প্রান্ত থেকে অনলাইন শপ kaykraft.com থেকে শিশুদের ফাল্গুনের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে।

Link copied!