• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

ফেসবুক ব্যবহারে শিষ্টাচার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০২:৪৬ পিএম
ফেসবুক ব্যবহারে শিষ্টাচার

অনলাইনে যোগাযোগের ক্ষেত্রে সব থেকে বড় মাধ্যম হচ্ছে ফেইসবুক। বিশ্বব্যাপী সম্পর্ক স্থাপনে সাহায্য করছে এই প্লাটফর্ম। যার মাধ্যমে মুহূর্তের মধ্যে যোগাযোগ হয় বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সব বয়সী মানুষের কাছে এটি একটি জনপ্রিয় মাধ্যম। 

সকালে ঘুম ভাঙে ফেইসবুকের নটিফিকেশন দেখে। সারাদিনের কর্মকাণ্ডের সঙ্গে আমাদের সঙ্গী হয়ে থাকে ফেসবুক। কাজের ফাঁকে, আড্ডায় কিংবা ভ্রমণে ফেসবুকে একটু ঢুঁ না দিলে যেন চলেই না। 

তবে ফেইসবুক ব্যবহারেও কিছু শিষ্টাচার আছে যা আমাদের মেনে চলা উচিত। সে বিষয়েই জানব আজকের আয়োজনে_ 

  • প্রথমেই কথা বলবো ফেসবুক প্রোফাইল নিয়ে। ফেইসবুকে আপনি একাউন্ট ওপেন করেছেন সকলের সঙ্গে যোগাযোগ রাখতে। তাই প্রোফাইলে নিজের ছবিই রাখুন। ফুল, পাখি, সমুদ্র বা কার্টুনের ছবি ফেইসবুক প্রোফাইলে রাখবেন না। নামের ক্ষেত্রে ছন্দ বা প্রতীকী নাম নির্বাচন থেকে বিরত থাকুন্। 
     
  • নিজের প্রোফাইলে কোনো কিছু পোস্ট করতে চাইলে অবশ্যই সচেতন থাকুন। মনে রাখবেন ফেইসবুকে আপনার সঙ্গে অনেকের বন্ধুত্ব রয়েছে। কাজেই কিছু পোস্ট করার আগে ভাবুন, যা লিখছেন তা সবার দেখার উপযুক্ত কি না। যদি তা না হয় তাহলে এ রকম কিছু পোস্ট করবেন না।
     
  • পোস্ট করার আগে পোস্টের প্রাইভেসি চেক করে নেওয়া উচিত। সব ধরণের পোস্টের প্রাইভেসি পাবলিক থাকা নিরাপদ নয়। নিজের পারিবারিক ছবি কিংবা তথ্য ফেসবুকে পাবলিক পোস্ট করা উচিত নয়।
     
  • ব্যক্তিগত জীবনের ওঠা-নামা কখনই ফেইসবুকে শেয়ার করবেন না। মনে রাখবেন ফেইসবুক একটি গণমাধ্যম, এখানে নিজের দুর্বলতা প্রকাশ করলে অনেকেই তার সুযোগ নেবে। তাছাড়া এ ধরনের অভ্যাসকে খারাপ চর্চা বলা হয়ে থাকে। কাজেই বিরত থাকুন ব্যক্তি জীবনের তথ্য শেয়ার করা থেকে। 
  • বন্ধু নির্বাচনেও সচেতন হোক। একদমই অচেনা কাউকে বন্ধু বানাবেন না। অবার অচেনা কাউকে রিকুয়েস্ট পাঠিয়ে বসবেন না। এটা খুবই সাধারণ একটি ভদ্রতা। এছাড়া মিউচুয়াল ফ্রেন্ড দেখলেই কাউকে বন্ধুত্বের অনুরোধ পাঠাবেন না। এতে আপনার ব্যক্তিত্ব ক্ষুন্ন হবে। 
     
  • কেউ আপনার বন্ধুত্বের অনুরোধ রিমুভ করে দিলে তাকে আবার বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে নিজেকে তার কাছে হাস্যকর বানাবেন না। 
     
  • ফেইসবুকে কখনই নিজের ঠিকানা, ফোন নম্বর, ব্যক্তিগত তথ্য রাখবেন না। প্রাইভেসির যে অপশনগুলো আছে সেগুলো লক্ষ্য রাখুন। ব্যক্তিগত তথ্য শেয়ারে বিপত্তিতে পড়তে পারেন।
     
  • অনেকেই অছেন মিনিটে মিনিটে ফেইবুকে পোস্ট শেয়ার করেন। আপনি কোথায় আছেন, কী করছেন, কী খাচ্ছেন সেটা সবাইকে জানানোর তো কোনো হেতু নেই।  অনেকেই আছেন বারবার চেক ইন আপডেট করেন। এ ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন। এতে ব্যক্তিত্ব হ্রাস পায়।
     
  • কমেন্টে বক্সে মন্তব্য করতে গেলে অবশ্যই মাথায় রাখবেন আপনি অন্যের পোস্টে কিছু লিখছেন। এমন কিছু লিখবেন না যাতে সে বিব্রত হয়।  
     
  • খুব কাছের বন্ধুদের সঙ্গে মজা করা ছাড়া অন্য কাউকে পোক করতে যাবেন না। এতে আপনির অন্যের কাছে বিরক্তির কারণ হবেন।
     
  • ফেইসবুকে কাউকে ট্যাগ করার বিষয়টি খেয়াল রাখবেন। আপনি নিজে একটা পোস্ট শেয়ার করলেন, সেটা যে অন্যরা তাদের প্রোফাইলে রাখবে বিষয়টা কিন্তু তেমন নয়। তাই গণহারে সবাইকে ট্যাগ করবেন না। 
     
  • অফিসে কাজের সময় ফেসবুক ব্যবহার না করাই ভালো। এতে আপনার মনোযোগ তো নষ্ট হবেই, আপনার সহকর্মীরাও আপনাকে নিয়ে সমালোচনা করার সুযোগ পাবে। এমনকি ফেসবুক ব্যবহার করার কারণেও আপনি আপনার কর্মক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন। 
     
  • ফেসবুকে একটি বিষয় এখন বেশ চোখে পড়ে। প্রোফাইল লক করে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো।  যাকে রিকুয়েস্ট পাঠিয়েছেন সে যদি আপনার প্রোফইলটা না দেখতে পারে তাহলে আপনাকে বন্ধু নির্বাচন করবে কোন ভিত্তিতে। এটা অনেক সময় অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
Link copied!