বিশ্বের বিভিন্ন প্রান্তে এখনো আবিস্কার হচ্ছে ঐতিহাসিক নিদর্শনগুলো। প্রত্নতাত্ত্বিকরা খুঁজে বেড়ান মানবসভ্যতার অজানা সব ইতিহাস। এবার ঐতিহাসিক নির্দশনের দেখা মিলল তুরস্কের বুকে। ১ হাজার ৮০০ বছরের পুরোনো একটি কবরস্থানের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। যেখানে রয়েছে ৪০০ মানুষের সমাধি।
ডেইলি সাবার খবরে জানা যায়, তুরস্কের এজিয়ান সমুদ্রের পূর্ব দিকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এক শহরে পাওয়া গিয়েছে এই কবরস্থান। শহরটির নাম হায়দারপাসা। শহরটি আলেকজান্ডারের সময়কালের। ওই শহরের ট্রেনস্টেশন এলাকার একটি গুহায় সন্ধান মেলে এই কবরস্থানের।
দেশটির প্রত্নতাত্ত্বিকদের মতে, এটি ১ হাজার ৮০০ বছর পুরোনো। এতে ৪০০ মানুষের সমাধি রয়েছে। রোমান সাম্রাজ্যের সময় পাথর কেটে এই কবরস্থানগুলো তৈরি করা হয়েছে। এর দেয়ালে রয়েছে ওয়াল পেন্টিং এবং মূল্যবান জিনিসপত্রে সুসজ্জিত।
বিজ্ঞানীরা জানান, তুরস্কের এই গুহাগুলোতে ‘সার্কোফ্যাগাস’ নামের এক প্রক্রিয়া অনুসরণ করা হতো। তাদের ধারণা ছিল, মৃতের আত্মা সমাধিক্ষেত্রে তত দিনই বিশ্রাম নেয়, যত দিন না তার দ্বিতীয় জন্ম হয়। ওই সব সমাধিক্ষেত্রে তাই সেই মৃতদেহের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা হতো।
পুরোনো এই কবরস্থানের খননকাজটি করেন তুরস্কের ইউসাক বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ বিরোল কেনের নেতৃত্বে এক প্রতিনিধিদল।
বিরোল জানান, এই সমাধিক্ষেত্রগুলো পারিবারিকভাবে তৈরি হতো। একটি সমাধি গুহা একটি পরিবারের সদস্যদের জন্যই নির্দিষ্ট রাখা হতো।