• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

‘নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৭:০৪ পিএম
‘নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন হবে’
বক্তব্য রাখছেন খায়রুল কবির খোকন। ছবি : প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, “জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, এটা চূড়ান্ত বিজয় নয়। এ বিজয়ের মাধ্যমে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছি, আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে সে দিনই আমাদের চূড়ান্ত বিজয় অর্জন হবে।” 

খায়রুল কবির খোকন বলেন, “নির্বাচন ছাড়া গণতন্ত্রের চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়, তাই আগামী দিনে নির্বাচনের পরবর্তীতে আমাদের বিজয় অর্জন হবে এবং শহীদদের রক্ত সার্থক ও সফল হবে।”  

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নরসিংদী সাটিরপাড়া এলাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলার আয়োজিত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।

এসময় ড্যাবের নরসিংদী জেলার সভাপতি ডা. এম এস এস হাসান আল জামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. নরুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, হারুন-অর-রশিদ, এ কে এম গোলাম কবির কামাল (সাবেক জি এস), ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

Link copied!