যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবের বাইরে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার দিকে শিকাগোর রিভার নর্থ এলাকার দ্য আর্টিস লাউঞ্জ নাইটক্লাবের বাইরে গুলির এই ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দেশটির সংগীতশিল্পী ও র্যাপার মেলো বিবাকজের গানের অ্যালবাম উন্মোচন পার্টি শেষে নাইটক্লাবের বাইরে লোকজনের ভিড় জমেছিল।
শিকাগোর কমিউনিটি নিরাপত্তাবিষয়ক মেয়রের কার্যালয় নাইট ক্লাবের বাইরে গুলির ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে। তারা বলেছে, বুধবার রাত ১১টার দিকে দ্য আর্টিস লাউঞ্জ নাইটক্লাবের সংগীতশিল্পী ও র্যাপার মেলো বিবাকজের একটি অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান শেষে নাইটক্লাবের বাইরে লোকজনের আড্ডা দেওয়ার সময় গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, পশ্চিম শিকাগো এভিনিউয়ে একটি কালো রঙের গাড়ি ক্লাবটির পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে থাকা এক ব্যক্তি বাইরে দাঁড়িয়ে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির পর গাড়িটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় ২০ ও ৩০ বছর বয়সী বেশ কয়েকজন নারী-পুরুষ আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।