• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ০৪:৩৪ পিএম
বরগুনায় ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৭
ছবি: সংগৃহীত

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুন্নুর আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃতের সংখ্যা ২৯ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৭ জন।

বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত জুন্নুর আক্তার বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু সালেহের স্ত্রী।

মৃত জুন্নুন আক্তারের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বরগুনা সদর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে গতকাল সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৩ জুলাই ) বরগুনা জেলা সিভিল সার্জন অফিসের সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন। এ ছাড়া জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ২২ জন। এর মধ্যে আমতলীতে ৪ জন, বেতাগী ২, বামনা ৪, তালতলী ২, এবং পাথরঘাটায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩৬ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ২০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৬৯ জন। এ ছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৩ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, ‘দিন দিন ডেঙ্গুর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। হাসপাতালে আইসিইউর ব্যবস্থা নেই। রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখলে আমাদের রেফার করতে হয়। এখন জনসাধারণকেই সচেতন হতে হবে, তা না হলে কোনোভাবেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না।’

Link copied!