শীত আসতেই ত্বক, ঠোঁট, চুল, হাত-পা সবই হয়ে ওঠে শুষ্ক। ঠান্ডা আবহাওয়া শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে। তাই শীতের শুরুতেই নিতে হয় ত্বকের বাড়তি যত্ন। বিশেষ করে শীতে ঠোঁটের চামড়া ওঠা ও ঠোঁট ফাটার মতো সমস্যায় অনেকেই ভোগেন।
এসব সমস্যার সমাধানে শীত আসতেই সচেতন হয়ে যান। ঠোঁট ভালো রাখতে ব্যবহার করুন স্ক্রাব। আর এজন্য ঘরেই তৈরি করে ফেলুন লিপস্ক্রাব। নিয়ম করে এই স্ক্রাব ঠোঁটে ব্যবহার করলে মৃতকোষ দূর হবে। ঠোঁট থেকে চামড়া ওঠার সমস্যা দূর হবে এবং ঠোঁট ফাটা রোধ হবে। ঠোঁটের যত্নে প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুইবার স্ক্রাব করা জরুরি।
চলুন জেনে নেয়া যাক লিপস্ক্রাব বানানোর ঘরোয়া উপায়-
ব্রাউন সুগার স্ক্রাব
ব্রাউন সুগার শরীরের জন্যও যেমন উপকারী ঠিক তেমনই ত্বক এক্সফোলিয়েটর হিসেবেও কাজ করে। এটি গ্লাইকোলিক অ্যাসিড সমৃদ্ধ, যা ত্বককে এক্সফোলিয়েশন করে। এতে আরও আছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, ঠোঁটকে করে মসৃণ ও উজ্জ্বল।
এই স্ক্রাব তৈরি করতে লাগবে ব্রাউন সুগার, মধু ও নারকেল তেল। ১ টেবিল চামচ বাদামি চিনির সঙ্গে আধা টেবিল চামচ মধু ও তেল মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণ ঠোঁটে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তবে বেশি জোরে ঘষবেন না। আলতো হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। দেখবেন ঠোঁট কতটা নরম হয়ে গেছে। এরপর ঠোঁটে রেগুলার লিপজেল ব্যবহার করুন।
গ্রিন টি স্ক্রাব
গ্রিন টি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, হওয়ায় ত্বক দূষণমুক্ত করে। গ্রিন টির সঙ্গে আধা টেবিল চামচ টকদই, সমপরিমাণ অলিভ অয়েল ও চিনি মিশিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো গ্রিন টি স্ক্রাব। এবার এই মিশ্রণ ঠোঁটে কিছুক্ষণ ম্যাসাজ করুন। দেখবেন ঠোঁটের মৃতকোষ উঠে যাবে। ফলে ঠোঁটের চামড়াও আর উঠবে না আর ফোঁটও ফাটবে না।
কফি স্ক্রাব
কফি দিয়ে রূপচর্চা বিষয়টি সবারই জানা। কফি একটি চমৎকার এক্সফোলিয়েটর। ঠোঁটের উজ্জ্বলতা ও কোমলতা বাড়ায় কফি। তাছাড়া ক্যাফেইন রক্ত সঞ্চালন উন্নত করে, ফলে ঠোঁটের গোলাপি আভা ফিরে আসে।
কফি স্ক্রাব তৈরি করতে নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে কফি পাউডার মিশিয়ে নিন। এরপর ঠোঁট স্ক্রাব করুন। নিয়মিত কফি স্ক্রাব ব্যবহারে ত্বকের কালচে ভাব দূর হবে, ঠোঁটের চামড়া ওঠা ও ফাটাও রোধ হবে।
ঠোঁটের যত্নে যা যা মনে রাখবেন
- সব সময় সঙ্গে একটি লিপ বাম বা লিপ জেল রাখুন। ঠোঁট শুষ্ক হতেই লিপ বাম ব্যবহার করুন।
- কখনো ঠোঁটে মানহীন লিপস্টিক ব্যবহার করবেন না। এতে ঠোঁট কালচে হয়ে যায় ও চামড়া উঠতে পারে। বিশেষ করে শীতে ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহার করবেন না।
- অনেকে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে থাকেন। এই অভ্যাস ত্যাগ করুন। এটি ঠোঁট ফাটা সমস্যার প্রধান কারণ।
- স্ক্রাব যখন ব্যবহার করবেন ঠিক তার আগেই তৈরি করে নেবেন। তৈরি করে বেশিদিন ফ্রিজে রাখলে এর কার্যকারিতা থাকে না।