• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ছারপোকার উপদ্রব যেভাবে কমবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৩:৩৪ পিএম
ছারপোকার উপদ্রব যেভাবে কমবে

ঘরে ছারপোকা থাকা মানে বিশাল ঝামেলা। বিছানা, মশারি, বালিশ, সোফা অপরিস্কার থাকলে ছারপোকার উপদ্রব হয়। একবার যদি ঘরে ছারপোকা হয়, ধীরে ধীরে তা অন্য জিনিসেও ছড়িয়ে পড়ে। এমনকি ছারপোকার কামড়ে শরীরে জ্বালাভাব অনুভব হয়। ব্যথা ও অ্যালার্জি সমস্যা হয়।

ছারপোকা তাড়াতে বেশ ঝক্কি ঝামেলা পোহাতে হয়। অনেকে বুঝে উঠতে পারেন না, কীভাবে এই ছারপোকা তাড়াবে। তাদের জন্য় থাকছে কিছু ঘরোয়া টিপস। যা প্রয়োগে ঘরের ছারপোকা থেকে মুক্তি পাওয়া যাবে সহজেই।

  • ঘরে কোনো এক স্থানে ছারপোকার উপদ্রব পেলে পুরো ঘরেই এর প্রতিকারের ব্যবস্থা নিন।
  • ছারপোকা উপদ্রব হলে বাড়িতে পুদিনা পাতা ছিটিয়ে রাখুন। বিছানার কোণায়, সোফার পাশে কিংবা বাড়ির প্রতিটি কোণেই পুদিনা পাতা রেখে দিন। পুদিনা পাতার গন্ধ ছারপোকা সহ্য করতে পারে না। পুদিনা পাতা পানিতে ভিজিয়ে রেখে স্প্রে বোতলে ভরে নিতে পারেন। ঘরের বিভিন্ন স্থানে স্প্রে করে দিন।
  • নিমের তেল ব্যবহার করতে পারেন। নিমে অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। যা পোকা মারতে সহায়তা করে। দুই টেবিল চামচ নিম তেল, এক কাপ পানি ও আধা চা চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে নিন। ভালো করে মেশান। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের কোণায় ছড়িয়ে দিন। এটি নিয়মিত প্রয়োগ করুন।
  • বাজারে বিভিন্ন ব্র্যান্ডের কীটনাশক পাওয়া যায়। এসবর কীটনাশক ব্যবহার করতে পারেন। বিছানা, ঘরের কোণা, সোফার কোণাসহ বিভিন্ন স্থানে কীটনাশক ছিটিয়ে দিন। ছারপোকা দূর হয়ে যাবে।
  • অ্যালকোহল ব্য়বহার করে ছারপোকা তাড়াতে পারেন। যেসব স্থানে ছারপোকা থাকে, সেইসব জায়গায় সামান্য অ্যালকোহল স্প্রে করে দিন। ছারপোকা দূর হবে।
  • ঘরে ছারপোকার উপদ্রব থাকলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সেদ্ধ করে ধুয়ে ফেলুন। কারণ ছারপোকা ১১৩ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকতে পারে না।
  • আসবাবপত্র ও লেপ-তোশক পরিষ্কার রাখার সঙ্গে সঙ্গে নিয়মিত রোদে দিন। ছারপোকার উপদ্রব কমে যাবে।
Link copied!