• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ১২:২৪ পিএম
১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ
ছবি: সংগৃহীত

১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৯ নভেম্বর থেকে সকাল নয়টা থেকে ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম চলবে ।

এবার বেসরকারি শিক্ষক নিবন্ধনে আবেদন ফি ৩৫০/- টাকা।

আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে http://ntrca.teletalk.com.bd ফরমে আবেদন করতে হবে।

এর আগে, গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন। বর্তমানে ১৭তম নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছে। মৌখিক পরীক্ষার পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

Link copied!