অস্থায়ী ভিত্তিতে নিম্নলিখিত পদে শর্তসাপেক্ষে লোক নিচ্ছে ‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’।
নিয়োগকর্তার/সংস্থার নাম : ‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’।
নিয়োগকর্তার/সংস্থার ধরন : বেসরকারি
পদের নাম : অপারেশন ম্যানেজার
চাকরির সময় : প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৬টা
পদ সংখ্যা : ১টি
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ। কম্পিউটার এবং অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউব, জি-মেইল, জুম প্রভৃতিতে পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স সীমা : ১৮-৪০ বছর। অভিজ্ঞদের ক্ষেত্রে শিথিলযোগ্য।
বেতন : ১৫ হাজার টাকা।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ই-মেইল করার অনুরোধ করা হচ্ছে। E-mail: [email protected]
জীবন বৃত্তান্ত পাঠানোর শেষ তারিখ মে ২৪।
প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদ/ প্রত্যয়ন পত্র/ অনাপত্তিপত্রের কপি প্রদর্শন করতে হবে।
কর্তৃপক্ষ
‘এসো-এডুকেশন অ্যান্ড সলিডারিটি অর্গানাইজেশন’
বাড়ি নং- ৬৬০
ব্লক- এ
রোড নং ২৩
খিলগাঁও
ওয়েবসাইট : www.esobd.org