করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ভারতে থেকে যেকোনো ধরনের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারত সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৫ ডিসেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালুর কথা ছিল। কিন্তু ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় ফ্লাইট জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ভারত সরকার।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন-ডিজিসিএ জানান, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে বিশেষ প্রয়োজনে কিছু কিছু রুটে বিমান চলাচল করতে পারে।
বর্তমান সময়ে বিশ্বের ৫০টির বেশি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এরপরই আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে সাবধানতা অবলম্বন করছে ভারত। সেই সঙ্গে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। যাত্রীদের ওপর নজরদারি বেড়েছে। সবচেয়ে ঝুঁকিতে থাকা দিল্লি বিমানবন্দরে ২০টি কাউন্টার বসানো হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।