বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনের দ্বিতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিন শেষ হয়েছে ওয়াশিংটন ডিসিতে। দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্ট এ তথ্য জানান।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকায় বসে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিকম বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এ ছাড়া যুক্তরাষ্ট্রের এ আলোচনায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও যুক্ত ছিলেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইট সংক্রান্ত বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বৃহস্পতিবার রাত ৯টায় দুই দেশের পক্ষ থেকে আলোচনার পরবর্তী ধাপ শুরু হবে। শুক্রবারও বৈঠক চলবে বলে জানা গেছে।
এর আগে প্রেস সচিব জানিয়েছেন, গত ২৭ জুনে অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার অগ্রগতিকে কাজে লাগিয়ে দ্রুত এই চুক্তি সম্পন্ন করা সম্ভব হবে বলে বাংলাদেশ আশা করছে। উভয় দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য রক্ষা এবং পারস্পরিক সুবিধা নিশ্চিত করাই এই আলোচনার মূল লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা আসার পর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ এই আলোচনার মাধ্যমে শুল্কের হার কমানোর পাশাপাশি আরও কিছু বাণিজ্যিক সুবিধা আদায়ের ব্যাপারে আশাবাদী।