• ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২, ১ রবিউল আউয়াল ১৪৪৬

ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ১৮ জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৩:৫২ পিএম
ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ১৮ জন
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপাল-চীন সীমান্তে ১৮ জন নিখোঁজ  রয়েছে এবং বেশ কয়েকটি যানবাহন ভেসে গেছে।

বুধবার (৯ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

মঙ্গলবার ভোরে নেপাল-চীন সীমান্তে আকস্মিক বন্যায় ১২ জন নেপালি এবং ৬ জন চীনা নাগরিকসহ মোট ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

বন্যার কারনে ভোটে কোশি নদী প্লাবিত হয়। এছাড়াও মিতেরি সেতু এবং বেশ কয়েকটি পার্ক ও যানবাহন ধ্বংস হয়ে যায়। রাসুওয়া জেলার জলবিদ্যুৎ প্রকল্পসহ এই জেলার অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে খারাপ আবহাওয়া এবং উচ্চ জলস্তরের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

তিব্বতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। সঠিক কারণ জানার জন্য তদন্ত করা হচ্ছে। কর্তৃপক্ষ ত্রিশুলি নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার জন্য সতর্কতা জারি করেছে।

Link copied!