ভারতের রাজস্থানের চুরুতে দেশটির বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। বুধবার বিধ্বস্ত আকাশযানটি ভারতের বিমানবাহিনীর জাগুয়ার যুদ্ধবিমান বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ঘটনাটি ঘটেছে চুরুর রতনগড় এলাকায়। এটি ভেঙে পড়ার পরপরই স্থানীয় এলাকাবাসী সেখানে গিয়ে ভিড় করেন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার দুপুরে বিকট শব্দে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। মাটিতে জ্বলন্ত ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখেন লোকজন। বিমানের ধ্বংসাবশেষ মাঠের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে ছিল দূরদূরান্ত পর্যন্ত। স্থানীয় লোকজন দুটি দেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ধ্বংসস্তূপ থেকে দুজনের দেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুর ১টা ২৫ মিনিট নাগাদ রাজস্থানের চুরুর বানোদা গ্রামের কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে দুর্ঘটনাস্থলের চারপাশে দেহাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। এই আবহে মনে করা হচ্ছে, পাইলটেরা সম্ভবত বেঁচে নেই। কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে গেছে এবং তদন্ত ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় আরও বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে।
এদিকে এ দুর্ঘটনার বিষয়ে সরকারিভাবে এখনো কিছু বলা হয়নি। এ দুর্ঘটনায় দুই পাইলটেরই মৃত্যু হয়েছে কি না, তা-ও প্রাথমিকভাবে স্পষ্ট নয়। এই জাগুয়ার যুদ্ধবিমানটি চারুর ওপরে প্রশিক্ষণের জন্য উড়ছিল নাকি এটি অপারেশনে ছিল, তা-ও জানা যায়নি।
রাজস্থানে ভারতীয় বিমানবাহিনীর একাধিক ঘাঁটি আছে। এর মধ্যে একটি যোধপুর, আরেকটি বিকানেরে।