• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

রোদের দেখা মিলবে কখন, জানাল ওয়েদার টিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৫, ১১:০৫ এএম
রোদের দেখা মিলবে কখন, জানাল ওয়েদার টিম
ছবি : সংগৃহীত

টানা বৃষ্টিতে দীর্ঘদিনের ভ্যাপসা গরমের অবসান ঘটলেও জলাবদ্ধতা ও মানুষের চলাফেরায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গত কয়েক দিনে টানা বৃষ্টি হচ্ছে প্রায় দেশজুড়ে। বৃহস্পতিবারও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ছিল। রাজশাহী বিভাগে মাঝারি বর্ষণ শুরু হলেও রংপুর বিভাগে এখনো বৃষ্টিপাত পৌঁছায়নি।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (১১ জুলাই) রোদের দেখা মিলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে দেশের আকাশ অনেকটা পরিষ্কার এবং পরদিন শুক্রবার দেশের অনেক এলাকায় রোদের দেখা মিলতে পারে। যদিও বিক্ষিপ্ত বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না। তবে শুক্রবার থেকে বৃষ্টি অনেক কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

Link copied!