• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

জাপানের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ০২:১৪ পিএম
জাপানের দিকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। দুটি জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত নিজেদের একটি ডামি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়। এক বিবৃতিতে এমন দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ মার্চ) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। পি-২৭০ ক্ষেপণাস্ত্র সোভিয়েত সময়ের নকশা করা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর কাছে এসএস-এন-২২ সানবার্ন নামে পরিচিত। এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র ১২০ কিলোমিটার দূরের কোনো জাহাজকে ধ্বংস করতে সক্ষম।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবারের মহড়াটি জাপান সাগরের পিটার দ্য গ্রেট উপসাগরে অনুষ্ঠিত হয়েছিল। তবে এ বিষয়ে মন্ত্রণালয় আর সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জাপান সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।

পরমাণু অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার দুটি কৌশলগত বোমারু বিমান সাত ঘণ্টার বেশি সময় ধরে জাপান সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার এক সপ্তাহ পর ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে রুশ নৌবাহিনী।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, মস্কোর সামরিক অভিযানের বিরুদ্ধে সজাগ থাকবে টোকিও। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকায়, রাশিয়ান বাহিনী জাপানের আশপাশের অঞ্চলসহ দূরপ্রাচ্যে আরও সক্রিয় হয়ে উঠছে।

তবে তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।

জাপান আপাতত এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কোনো পরিকল্পনা করছে না বলে জানিয়েছেন রাশিয়ায় থাকা জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা তাসুকু মাতসুকি।

অ্যাসোসিয়েটেড প্রেসকে তাসুকু মাতসুকি বলেছেন, “সামগ্রিকভাবে জাপানের উপকূলের আশপাশে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতা নিয়ে উদ্বিগ্ন জাপান। তারা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে।”

এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী ইউক্রেনে অত্যাধুনিক ১৮টি ‘লেপার্ড-২’ ট্যাংক পাঠিয়েছে জার্মানি। তবে ইউক্রেনে এখনো লেপার্ড-২’ ট্যাংকের বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা যুক্তরাজ্য নির্মিত চ্যালেঞ্জার-২ ট্যাংক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান পাঠানোর পরপরই সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া। এ নিয়ে পশ্চিমা দেশগুলোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Link copied!