• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৪, ০১:০০ পিএম
দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫
জেলার মানচিত্র

সুনামগঞ্জের শাল্লায় উপজেলা নির্বাচনে ঘোড়া ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৮ মে) সকালে শাল্লার উপজেলার ৪ নম্বর ইউনিয়নের চব্বিশা গ্রামের কেন্দ্রের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে শাল্লা উপজেলা পরিষদের নির্বাচন শুরু হওয়ার পর থেকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনী মোহন দাস ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী গনেন্দ্র চন্দ্র সরকারের সমর্থকরা কেন্দ্রে আসা ভোটারদের নানাভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। এর জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কেন্দ্রের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Link copied!