• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

ভারতের উত্তরবঙ্গে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২২, ০২:২৫ পিএম
ভারতের উত্তরবঙ্গে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ভারী বৃষ্টিপাতের মাঝে শনিবার সকালে ভারতের উত্তরবঙ্গে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। 

হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার সকাল ৮টার দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। যদিও সংবাদমাধ্যমকে স্থানীয়রা জানান, অনেকে ভূমিকম্প টের পাওয়ার আগেই কম্পন থেমে গেছে।

যদিও ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই বৃষ্টির মধ্যে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে ভূকম্পন থেমে যাওয়ার পর বাড়িতে ফেরেন সবাই।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে ভারী বৃষ্টির জেরে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে অনেক জায়াগায়। তাই ভূমিকম্পের কারণে ভূমিধসের আশঙ্কা আরও বাড়তে পারে।

সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী কাঠমান্ডু থেকে ১৪৭ কিমি দূরে। এর কেন্দ্রস্থল ছিল ১০ কিমি গভীরে।

পশ্চিমবঙ্গের শিলিগুড়িসহ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াঙে কম্পন অনুভূত হয়। তবে উত্তরবঙ্গে টানা বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার আতঙ্কই বেশি দেখা যাচ্ছে। তাই ভূমিধসের আশঙ্কার মাঝে ভূমিকম্পে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সবাই।

 

Link copied!