• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

চীন সফরে গেলেন জার্মান চ্যান্সেলর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ১২:১৯ পিএম
চীন সফরে গেলেন জার্মান চ্যান্সেলর

ব্যবসায়ী প্রতিনিধদলসহ এক দিনের ঝটিকা সফরে চীনে পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। শুক্রবার (৪ নভেম্বর) দেশটিতে অবতরণ করেন তিনি। এরপর ওলাফসহ পুরো দলের কোভিড টেস্ট করা হয়।

রয়টার্স জানায়, করোনা মহামারির পর এটিই কোনো জি-৭ নেতার এটি প্রথম চীন সফর। চীনের ‘জিরো কোভিড’ নীতির কারণে বন্ধ ছিল দেশি-বিদেশি নেতাদের সফর।

দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হবে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের মধ্যে। তবে এই সফরের কারণ এখনো স্পষ্ট জানা যায়নি। তবে নতুন মেয়াদে ক্ষমতা গ্রহণ করায় শি’র সাথে সৌজন্য সাক্ষাত করতে এই সফর বলে ধারনা করছেন অনেকে।

জার্মানিতে ঐতিহাসিক মুদ্রাস্ফীতি ও ক্রমবর্ধমান মন্দার মধ্যে, শোলজ চীনের সঙ্গে অব্যাহত সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিতে চাইবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। পাশাপশি ইউরোপের জ্বালানি সংকট মেটাতে চীনের দিকেই ঝুঁকছে ইউরোপিয়ান ইউনিয়ন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, জার্মান চ্যান্সেলরের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়বে এবং উন্নয়নে নতুন প্রেরণ সৃষ্টি করবে।

 

Link copied!