• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

গাজায় আহত শিশুদের চিকিৎসায় মিসরে ফরাসি যুদ্ধ জাহাজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৫:৫৩ পিএম
গাজায় আহত শিশুদের চিকিৎসায় মিসরে ফরাসি যুদ্ধ জাহাজ
মিসরের আল আরিশে নোঙর করা হয়েছে ডিস্কমুড নামের এই ফরাসি যুদ্ধ জাহাজটি। (ফাইল ছবি)

মিসরে নোঙর করেছে একটি ফরাসি যুদ্ধ জাহাজ। ফিলিস্তিনে যুদ্ধাহত শিশুদের চিকিৎসা সেবা দিতেই জাহাজটি এসেছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিন লিকোরনু।

সংবাদমাধ্যম আলজাজিরা মঙ্গলবার জানিয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ডিস্কমুড নামক এই যুদ্ধ জাহাজটি চিকিৎসা সেবা দিতে। জাহাজটি পশ্চিম গাজার পঞ্চাশ কিলোমিটার দূরে আল আরিশে নোঙর করেছে।

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী লিকোরনু মঙ্গলবার ইউরোপ ১ রেডিওকে বলেন, ‘আমরা আমাদের যুদ্ধ জাহাজটিকে হাসপাতালে রূপান্তরিত করেছি, এবং এটি গতকালই সেখানে পৌঁছেছে।’

দুটি অপারেশন থিয়েটারসমৃদ্ধ জাহাজটি আহতদের হাসপাতালে পাঠানোর আগে প্রাথমিক চিকিৎসা দিতে পারবে।

জানা গেছে, জাহাজটিতে ১৬ জন সার্জন, ৬ জন শিশুরোগ বিশেষজ্ঞ এবং ২২জন বেসামরিক চিকিৎসক রয়েছেন।

আবার গাজায় আহত ও অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য ফ্রান্সের প্যারিসে ৫০ শয্যার সংরক্ষিত হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে। সেখানে ক্যান্সার আক্রান্ত শিশুদেরও চিকিৎসা দেওয়া যাবে।

সূত্র- আলজাজিরা।

Link copied!