• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

আবারও ইউক্রেনে মিসাইল হামলা রাশিয়ার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ১১:৩৬ এএম
আবারও ইউক্রেনে মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার পার্শ্ববর্তী এলাকায় আবারও রাশিয়া মিসাইল হামলা করেছে বলে দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। রোববার (১১ নভেম্বর) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, প্রায় সাত সপ্তাহ পর ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ অঞ্চলে আবারও হামলা করেছে রাশিয়া। দেশটির পূর্ব এলাকার কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের সেনারা এ পর্যন্ত রাশিয়ার অগণিত হামলা, নির্যাতনের জবাব দিয়েছে।

কিয়েভের সেনা কর্তৃপক্ষের প্রধান সেরহি পোপকো বলেন, স্থানীয় সময় সকাল ৮টায় দেশটির রাজধানী কিয়েভের দিকে একটি রাশিয়ান মিসাইল হামলা করা হয়। তিনি টেলিগ্রাম মেসেঞ্জারে বলেন, “৫২ দিনের দীর্ঘ বিরতির পর শত্রুপক্ষ আবারও কিয়েভে মিসাইল হামলা করে। তবে সেটি রাজধানীর দিকে এগিয়ে এলে বিমানবাহিনী সেটিকে প্রতিহত করে ফেলে। যার কারণে সেটি কিয়েভে হামলা করতে ব্যর্থ হয়েছে।” তিনি সেখানে কোনো হতাহত বা বড় ধরণের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন।

কিয়েভের আঞ্চলিক গভর্নর বলেন, অন্তত পাঁচটি বাড়ি ও কয়েকটি বাণিজ্যিক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। দুইটি রাশিয়ান মিসাইল একটি মাঠে বিধ্বস্ত হয়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা রাশিয়ার পাঠানোর ৩১টির মধ্যে ১৯টি মিসাইল শট ডাউন করেছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!