মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানকে নিয়ে কঠোর অবস্থানের কথা জানালেন। তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবেন কিনা- এমন প্রশ্নের জবাব স্পষ্ট না করলেও তিনি বলেন, “আমি করতে পারি, নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব।
বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ট্রাম্প বলেন, “ইরানকে আমি ৬০ দিনের একটা সময়সীমা দিয়েছিলাম চুক্তিতে আসার জন্য। তারা তা করেনি। সময়সীমা শেষ হতেই ইসরায়েল হামলা করল। সেটি ছিল দারুণ এক আঘাত। প্রথম রাতেই সব শেষ হয়ে গেছে। এটি আর চালিয়ে যাওয়ার মতো ছিল না।”
ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলি হামলার পর ইরান পুরোপুরি প্রতিরক্ষাহীন হয়ে পড়েছে। তিনি বলেন, “তাদের কোনো কার্যকর আকাশ প্রতিরক্ষা নেই। তারা এখন আলোচনায় বসতে চায়। এমনকি হোয়াইট হাউজে আসারও প্রস্তাব দিয়েছে।”
তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, আলোচনার দরজা হয়তো আর খোলা নেই। তিনি বলেছেন, এখন কথা বলার সময় নয়। অনেক দেরি হয়ে গেছে। আমি এখন শুধু একটাই জিনিস চাই—ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ।
ট্রাম্প আরও বলেন, “তারপর আমরা ওদের সব পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেব।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোনালাপ নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমি তাকে বলেছি চালিয়ে যাও।”
নেতানিয়াহুর প্রশংসা করে ট্রাম্প বলেন, “ভালো মানুষ, ভালো কাজ করছে। তবে নিজ দেশের কাছ থেকেই সে খুব অন্যায় আচরণের শিকার হয়েছে।”
গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার পারস্পরিক সমন্বয়ে ইরানের বিরুদ্ধে তীব্র সামরিক তৎপরতা শুরু হয়। ১৩ জুন রাতে ইসরায়েল বড় ধরনের বিমান হামলা চালায় ইরানে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ও ইসরায়েল।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




































