ভারতে দীর্ঘদিন ধরেই কৃষকরা ফসলের ন্যায্য দাবি, রাষ্ট্রীয় সহায়তার আইনি গ্যারান্টি এবং ঋণ মওকুফের দাবি করছেন। এর ধারাবাহিকতায় পাঞ্জাব রাজ্য থেকে দিল্লি অভিমুখে কৃষকরা পদযাত্রা করলে, তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় সংঘর্ষের মধ্যে পুলিশ কৃষকদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে। এ অবস্থায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত কিছু জায়গায় মোবাইল ইন্টারনেটসহ টেক্সট বার্তা পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, শুক্রবার ‘দিল্লি চলো’ পদযাত্রা পুনরায় শুরুর চেষ্টা করছিলেন কৃষকরা। পরে রাজধানী থেকে মাত্র ২০০ কিলোমিটার উত্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় কৃষকরা পুলিশের লোহার ব্যারিকেডের একটি স্তর ভেঙে ফেলেন। ভিড় নিয়ন্ত্রণে বাধার মুখে পরে সুরক্ষা বাহিনী পিছুও হটে। তবে পরে কৃষকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এর আগে গত ফেব্রুয়ারিতে পুলিশ ‘দিল্লি চলো’ পদযাত্রা বন্ধ করে দেয়। প্রতিবেশী হরিয়ানা রাজ্যের কৃষকরাও পাঞ্জাবের কৃষকদের এই আন্দোলনে যুক্ত হয়েছে।
এ বিষয়ে নরেন্দ্র মোদির সরকার শুক্রবারের বিক্ষোভ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে হরিয়ানার বিজেপি দলীয় মন্ত্রী অনিল ভিজ বলেছেন, “কৃষকরা যদি দিল্লি যেতে চান, তবে অনুমতি নিতে হবে।”
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এক মুখপাত্র জানান, তারা কৃষকদের দাবিকে তারা পূর্ণ সমর্থন করেন।
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    


































